ছবির মতো সুন্দর স্ট্যাচু অব লিবার্টি দেখতে পর্যটকদের ভিড়
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক ‘স্ট্যাচু অব লিবার্টি’ দেখতে প্রতি বছর ভিড় করেন ৩৭ লাখের বেশি পর্যটক। দিন-রাত ২৪ ঘণ্টাই সমানভাবে জেগে থাকে টাইমস স্কয়ার। ছবির মতোই সুন্দর এই স্থান। হাডসন নদী কিংবা ব্রুকলিন ব্রিজের জৌলুসও ভ্রমণপিপাসুদের মনে দাগ কাটে বটে।