নাজুক যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগে কুয়াকাটার পর্যটক-ব্যবসায়ীরা
প্রাকৃতিক রূপবৈচিত্র্য উপভোগে প্রতিবছর লাখো পর্যটকের আগমন ঘটে সাগরকণ্যা কুয়াকাটায়। তবে সৈকতের নাজুক যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগে পড়তে হয় পর্যটকদের। সড়কের কাজ শেষ না হওয়ায় সৈকতে যাতায়াতের পাশাপাশি বাহারি পণ্য ও মুখরোচক খাবারের দোকানে যেতে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। এতে ধারাবাহিক লোকসানে শত শত ব্যবসায়ী। স্থানীয় পর্যটন শিল্পের বিকাশে সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি তাদের।