তাইওয়ানে ষষ্ঠ দিনের মতো চলছে ‘হাং কুয়াং’ নামে বাৎসরিক সামরিক মহড়া। ১০ দিন ব্যাপী এ মহড়ার অংশ হিসেবে সোমবার ভোরে রাজধানী তাইপেতে বিশেষ লজিস্টিকস অনুশীলন চালায় দেশটির সেনারা।