ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে রুমমেটকে মারধরের অভিযোগ, পুলিশে সোপর্দ
হল থেকে বহিষ্কার
লাইট অন-অফ করার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হলের রুমমেটকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ডাকসুতে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে। মধ্যরাতে হাজী মুহাম্মদ মুহসিন হলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালকে হল থেকে বহিষ্কার ও পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানিয়েছেন প্রক্টর।