হাবিবুল-আউয়াল

সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে কারাগারে প্রেরণ
নির্বাচনে অনিয়ম ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিএনপির দায়ের করা শেরে বাংলা নগর থানার মামলায় জামিন নামঞ্জুর করে সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ (রোববার, ২৯ জুন) বিকেলে তাকে ৩ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়।

রাজনৈতিক দলের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি: হাবিবুল আউয়াল
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল রিমান্ড শুনানিতে আদালতকে বলেছেন, দলীয় সরকারের অধীনে সব নির্বাচনই বিতর্কিত। ক্ষমতার লোভে শেখ মুজিবুর রহমানের সময়েও নির্বাচনে কারচুপি হয়েছে। এ সময় তিনি বলেন, ‘আমি স্বীকার করি ডামি নির্বাচন হয়েছে, প্রহসনের নির্বাচন হয়েছে। তবে এতে কমিশনাররা দায়ী না। রাজনৈতিক দলের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি।’