সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে কারাগারে প্রেরণ

আদালতে পুলিশি নিরাপত্তায় হাবিবুল আউয়াল
আইন ও আদালত
1

নির্বাচনে অনিয়ম ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিএনপির দায়ের করা শেরে বাংলা নগর থানার মামলায় জামিন নামঞ্জুর করে সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ (রোববার, ২৯ জুন) বিকেলে তাকে ৩ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়।

পরে তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষ না পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আসামিপক্ষের আইনজীবীরা অসুস্থতা ও সামাজিক মর্যাদা বিবেচনায় জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত।

এএইচ