অতিরিক্ত-১০-শতাংশ
ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক: ১৪ ফেব্রুয়ারি থেকে খালাস-সরবরাহ বন্ধের আলটিমেটাম

ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক: ১৪ ফেব্রুয়ারি থেকে খালাস-সরবরাহ বন্ধের আলটিমেটাম

আমদানিতে অতিরিক্ত ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করায় কমেছে ফল বিক্রি। অনেকটাই ক্রেতাশূন্য চট্টগ্রামের পাইকারি বাজার ফলমণ্ডি। বাধ্য হয়ে লোকসান এড়াতে অনেক আড়তদার বিদেশি ফল বিক্রি বন্ধ করে দিয়েছেন। এদিকে আজ থেকে দুই দিন বন্দর থেকে পণ্য খালাস বন্ধ রেখেছেন ফল ব্যবসায়ীরা। এ অবস্থায় সম্পূরক শুল্ক প্রত্যাহার ও ফলকে বিলাসী পণ্যের তালিকা থেকে বাদ দেয়া না হলে ১৪ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস ও সরবরাহ বন্ধ করে দেয়ার আলটিমেটাম দিয়েছে ফ্রেশ ফ্রুটস ইমপোর্টাস অ্যাসিয়েশন। এতে ফলের দাম আরো বাড়ার শঙ্কা দেখা দিয়েছে।