ঝুঁকি থাকলেও ঈদে ঘরমুখো মানুষের মুখে আনন্দের ছাপ
সকাল থেকে রোদের চোখ রাঙানি, তারও আগে কাঁক ডাকা ভোর থেকে ময়মনসিংহের ঢাকা বাইপাসের ফুটপাত ধরে সারিসারি দাঁড়ানো হিমসাগর, ল্যাংড়া আমসহ পাকা লিচুর পসরা সাজানো দোকানিরা। বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ বাড়ায় বেড়েছে ভ্যাপসা গরম।