রাজ-ফারিণ-মোশাররফ করিমের ‘মারমুখো’ ইনসাফ টিজার
নির্মাতা সঞ্জয় সমদ্দার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গতকাল একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লেখেন, ‘ইনসাফ ওয়ার্নিং; কামিং টুমরো’। পরে আজকে এটা নিয়ে আরো একটি পোস্ট করেন। এতে তিনি সন্ধ্যা সাড়ে ৭টায় ইনসাফ ‘অফিসিয়াল ওয়ার্নিং’ আসছে বলে ঘোষণা দেন। কথা অনুযায়ী কাজ। আজ (সোমবার, ২৬ মে) সন্ধ্যা ঠিক সাড়ে ৭টায় নিজের ভেরিফাইড প্রোফাইল থেকে প্রকাশ করেন এই নির্মাতার পরিচালিত অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘ইনসাফ’ টিজার।