রাজ-ফারিণ-মোশাররফ করিমের ‘মারমুখো’ ইনসাফ টিজার

মোশাররফ করিম, শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ
সংস্কৃতি ও বিনোদন
2

নির্মাতা সঞ্জয় সমদ্দার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গতকাল একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লেখেন, ‘ইনসাফ ওয়ার্নিং; কামিং টুমরো’। পরে আজকে এটা নিয়ে আরো একটি পোস্ট করেন। এতে তিনি সন্ধ্যা সাড়ে ৭টায় ইনসাফ ‘অফিসিয়াল ওয়ার্নিং’ আসছে বলে ঘোষণা দেন। কথা অনুযায়ী কাজ। আজ (সোমবার, ২৬ মে) সন্ধ্যা ঠিক সাড়ে ৭টায় নিজের ভেরিফাইড প্রোফাইল থেকে প্রকাশ করেন এই নির্মাতার পরিচালিত অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘ইনসাফ’ টিজার।

সঞ্জয় সমদ্দারে প্রকাশিত ৮২ সেকেন্ডের টিজারে কী নেই— আছে ‘ধুন্ধুমার’ অ্যাকশন, প্রেম-ভালোবাসা, প্রতিশোধে ও ইনসাফের গল্প।

ফেসবুকে শেয়ার করা ভিডিওতে যেন ঝড় তুলেছেন শরীফুল রাজ। নিজেকে ভেঙে-চুরে নতুন করে আবিষ্কার করেছেন। এক সময়ের ত্রাশ ডন ইউসুফ আবার ফিরে এসেছেন, যেকোনো খুন করার পরে তিনি আবার দুধ দিয়ে গোসল করেন। ইউসুফের চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। তার বিপরীতে দেখা যাবে তাসনিয়া ফারিণকে।

এদিকে ফারিণের এক ঝলক দেখা যায়, যখন জঙ্গলের মাঝে কুড়াল হাতে খুন করছিল আর ফিনকি দিয়ে রক্ত গিয়ে পড়ে ফারিণের মুখে। সবমিলিয়ে ভিন্ন এক গল্পে তৈরি হয়েছে ‘ইনসাফ’।

ডন ইউসুফ চরিত্রের শরীফুল রাজ |টিজার থেকে

টিজারের শেষে চমকে দিয়েছেন মোশাররফ করিম। মেডিকেলের মাঝে ভয়ঙ্কর রূপে চোখে চশমা হাতে শটগান, তাকে বলতে শোনা যায়— ‘আমি অমানুষ মারি, মানুষ মারি না।’

টিজারে আরো দেখা যায় মিশা সওদাগর, ফজলুর রহমান বাবুর মতো অভিনেতাদের।

শেয়ার করা পোস্টের কমেন্ট বক্সে সিনেমাপ্রেমী ও ভক্তরা যেন ঝাঁপিয়ে পড়েছেন। প্রকাশিত টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিকে রয়েছে ভিন্নতা ও গতি। দুই ঘণ্টায় টিজারের ভিডিও শেয়ার করেছেন ৬৬২ জন। ১ লাখ ৩৩ হাজার বার দেখা হয়েছে।

গেল ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ নির্মাতা মেহেদী হাসান হৃদয় ভিডিওটি শেয়ার দিয়ে নির্মাতা সঞ্জয় সমদ্দারকে প্রশংসা করে শুভকামনা জানিয়েছেন। রাত ৯টায় টিজারটি ফেসবুকে শেয়ার করেছেন অভিনেতা শরিফুল রাজ।

আসছে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ইনসাফ’। বাংলাদেশে প্রথম হলেও এটি সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা। এর আগে জিৎকে নিয়ে টালিউডে বানিয়েছিলেন ‘মানুষ’ নামের অ্যাকশনধর্মী সিনেমা।

আসু