অ্যাজমা
অ্যাজমা নিয়েও যেভাবে স্বাভাবিক জীবনযাপন করবেন

অ্যাজমা নিয়েও যেভাবে স্বাভাবিক জীবনযাপন করবেন

আজ (মঙ্গলবার, ৭ মে) বিশ্ব অ্যাজমা দিবস। এবার অ্যাজমা দিবসের প্রতিপাদ্য 'অ্যাজমা শিক্ষা সংক্রান্ত তথ্যই চিকিৎসার মূল চাবিকাঠি।' এই রোগের প্রতি সচেতনতা ও দায়িত্ববোধ বাড়াতে প্রতিবছর বিশ্ব অ্যাজমা দিবস পালন করা হয়। এই দিবস প্রথম পালন করা হয় ১৯৯৮ সালে। অ্যাজমা রোগের কারণ, লক্ষণ ও এর থেকে বাঁচতে কী কী মেনে চলতে হবে সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটের পেডিয়্রেটিক্স পালমনোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো কামরুজ্জামান কামরুল।