জ্যেষ্ঠ আইনজীবী মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (বৃহস্পতিবার, ১৯ জুন) সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৫ জুন পরবর্তী শুনানির তারিখ দিয়েছেন ট্রাইব্যুনাল।