প্রসিকিউটর জানান, আদালত অধিকতর স্বচ্ছতার জন্য অ্যামিকাস কিউরি নিয়োগ দেয়া হয়েছে। কয়েক দফা হাজির হবার আদেশ এবং জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেবার পরও হাজির না হওয়ার পর ট্রাইব্যুনাল আজ এই আদেশ দিয়েছেন।
গেল ৩০ এপ্রিল শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার এই মামলা দায়ের করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ বলে শেখ হাসিনার দেয়া বক্তব্যের একটি অডিও ভাইরাল হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করে সেটি হাসিনার বলে সত্যতা পায়। পরবর্তীতে এই বক্তব্যের বিষয়ে আদালত অবমাননার আবেদন করা হয় ট্রাইব্যুনাল। মূলত শেখ হাসিনার দেয়া বক্তব্যের ফরেনসিক পরীক্ষা করে মামলার সিদ্ধান্ত নেয় প্রসিকিউশন টিম।
এরপর প্রসিকিউশনের করা সে আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল অভিযোগটি গ্রহণ করে ১৫ মের মধ্যে তাদের জবাব দাখিলের নির্দেশ দেন। কিন্তু ১৫ মে জবাব দাখিল না করায় তাদের ২৫ মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
২৫ মে তারা হাজির না থাকায় প্রসিকিউশনের আবেদনে শেখ হাসিনাসহ দু’জনকে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে হাজির হওয়ার জন্য বহুল প্রচারিত দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।