‘জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে কমিশনসহ সরকারের বিরুদ্ধে মামলা করবে জামায়াত’
জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে কমিশনসহ সরকারের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষতিপূরণের মামলা করবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সাইয়েদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ (৩১ জুলাই) দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপের ২৩তম দিনের মধ্যাহ্নভোজ বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।