‘জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে কমিশনসহ সরকারের বিরুদ্ধে মামলা করবে জামায়াত’

জামায়াতে ইসলামীর প্রেস ব্রিফিং
রাজনীতি
0

জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে কমিশনসহ সরকারের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষতিপূরণের মামলা করবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সাইয়েদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ (৩১ জুলাই) দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপের ২৩তম দিনের মধ্যাহ্নভোজ বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মোহাম্মদ তাহের বলেন, ‘বিএনপি বলছে, এর কোনো আইনি ভিত্তি নেই। কিন্তু আমরা মনে করি, কেবল প্রতিশ্রুতির ওপর নির্ভর করলে হবে না। আইনি ভিত্তি না থাকলে এই চার্টার মূল্যহীন হয়ে পড়বে। আমি বলেছি যে, এটা আইনি ভিত্তি না দিলে যে জিরো হবে সেজন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কমপেনসেট মামলা করব আমাদের সময় নষ্ট করার জন্য।’

এ সময় তিনি পাশে থাকা অন্যগুলোকে এই পদক্ষেপে সম্মত কি না তা জানতে চান।

জামায়াতের এ নেতা বলেন, ‘আমরা পরিষ্কার বলেছি, আমরা পিয়ার চাই এবং অধিকাংশ দলও পিয়ারের পক্ষে। কমিশন বিরতির পর সিদ্ধান্ত দেবে বলেছে। আমরা আশা করি, তা ইতিবাচক হবে।’

সংলাপের জন্য গণমাধ্যমসহ রাজনৈতিক দলগুলোর সময় ব্যয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এত কষ্ট করলাম, আপনারা কাভার করলেন, কিন্তু বাস্তবায়ন না হলে এসবের কোনো মূল্য থাকবে না। বাস্তবায়ন না হলে শপথ করারও কোনো মূল্য থাকে না। তাই বাস্তবায়নটাই মুখ্য।’

তিনি বলেন, ‘আইনি ভিত্তি ছাড়া এই চার্টার জিরো হবে। আমরা পরিষ্কার বলেছি, আইনগত ভিত্তি ছাড়া সই করব না। এই সরকারের মেয়াদেই এটি কার্যকর করতে হবে। কাল থেকেই এটা সম্ভব।’

মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা স্পষ্ট করছি- আমরা আইনগত ভিত্তি চাই। আইনি ভিত্তি না থাকলে এই চার্টারে স্বাক্ষর করার অর্থ নেই। এমন সনদে সই করার আর না করার মধ্যে কোনো পার্থক্য থাকে না।’

তিনি বলেন, ‘আইনি ভিত্তি না দিয়ে যদি সরকার বাস্তবায়নের পথে না এগোয়, তাহলে আমরা এই সংস্কার প্রক্রিয়াকে অসমাপ্ত মনে করব। সই করলেই যদি বাস্তবায়ন না হয়, তাহলে এটা এক ধরনের প্রহসন। সুতরাং আমরা সরকার ও কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি যে তারা যেন নিজেদের ওয়াদা বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ গ্রহণ করে।’

আসু