ব্রিটেনে ভিন্ন স্বাদের ‘আইসক্রিম পার্লার’
কেমন লাগবে যদি চিরায়ত মিষ্টি স্বাদ বাদ দিয়ে আইসক্রিমের মধ্যে অলিভ অয়েল, ওটস, টমেটো সস, আচার কিংবা মটরশুটির স্বাদ পান? অবাক হলেও সত্যি, ভিন্নধর্মী আইসক্রিমের স্বাদ গেলো ৪ বছর ধরে দিয়ে যাচ্ছে ব্রিটেনের একটি আইসক্রিম পার্লার।