প্রবল বর্ষণে পাকিস্তান-ভারত: করাচি অচল, মুম্বাই মনোরেল থেকে ৭ শতাধিক যাত্রী উদ্ধার
নজিরবিহীন বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে অচল পাকিস্তানের করাচি শহর। দেয়াল ধস ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন অন্তত ৬ জন। অতিরিক্ত পানির চাপে ভেঙে পড়েছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। এদিকে, ভারতের মহারাষ্ট্রেও প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্রাণ গেছে অন্তত ৪ জনের। বৈরি আবহাওয়ায় মুম্বাইয়ে বিদ্যুৎ বিভ্রাটে বন্ধ হয়ে যাওয়া দুটি মনোরেল থেকে উদ্ধার করা হয়েছে ৭ শতাধিক যাত্রীকে।