ঢাকার ২৫ স্থানে ব্লুমবার্গের সহায়তায় আধুনিক যন্ত্র স্থাপন করা হবে: ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তরের ২৫টি স্থানে বাতাসের গুণগতমান যাচাইয়ে ব্লুমবার্গের সহায়তায় আধুনিক যন্ত্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। আজ (সোমবার, ৫ মে) ইনাগুরেশন সিরিমনি বেজলাইন স্টাডি অন দ্য রোল অব ভেজিটেশন ইন রিডিউসিং টেম্পারেচার অ্যান্ড এয়ার পলিউশন এ স্টার্ডি ইন দ্য ইনফরমেশন সেটেলমেন্টস অব ঢাকা নর্থ সিটি করপোরেশন শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।