দাবানলে জ্বলছে তুরস্ক ও গ্রিস, সরিয়ে নেয়া হয়েছে পর্যটক-স্থানীয়দের
টানা ৭ দিন ধরে দাবানলের আগুনে পুড়ছে তুরস্ক, দেশটির পশ্চিমাঞ্চলে প্রাণ গেছে অন্তত ২ জনের। দাবানল পরিস্থিতির অবনতি হয়েছে গ্রিসেও। দেশটির পূর্বাঞ্চলীয় ক্রিট দ্বীপ থেকে ছড়িয়ে পড়া দাবানলের প্রভাবে দেশটির ৫ অঞ্চলে ক্যাটাগরি ৪ মাত্রার সতর্কতা জারি করেছে প্রশাসন। রাজধানী এথেন্স থেকে সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার পর্যটক ও স্থানীয়দের।