আল-নাসের হাসপাতালে বোমা হামলা: ইসরাইলের বিরুদ্ধে বৈশ্বিক ক্ষোভ চরমে
ইসরাইলি বোমা হামলায় গাজার আল-নাসের হাসপাতালে পাঁচ সাংবাদিকসহ ২০ জন নিহতের ঘটনায় তেল আবিবের বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। এরইমধ্যে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এছাড়াও শোক জানিয়েছে কানাডা, মিশর, ইরান ও সৌদি আরব সরকার। হাসপাতালে হামলার ঘটনায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নাখোশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ বন্ধে দ্রুত কূটনৈতিক আলাপ চলছে বলে জানান তিনি। এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত হয়েছে ৬১ ফিলিস্তনি। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) সকাল থেকে নিহত আরও ২৪ জন।