চাঁপাইনবাবগঞ্জে চাহিদার তুলনায় আমের সরবারহ বেশি, লোকসানে চাষিরা
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন হাটবাজারের মধ্যে কানসাট আমবাজার অন্যতম। প্রতিদিন এখানে বিক্রি হয় অন্তত ২০ কোটি টাকার আম। মৌসুমের শেষ প্রান্তে এসেও কানসাট আমবাজার জমজমাট। তবে চলতি মৌসুমে আমের ন্যায্য মূল্য পাচ্ছেন না দাবি আম চাষিদের।