ভিকারুননিসা আর্থ ক্লাবের উদ্যোগে ‘ফোর্থ ন্যাশনাল আর্থ ফেস্ট’ অনুষ্ঠিত
ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের আর্থ ক্লাব সম্প্রতি আয়োজন করেছিল ন্যাশনাল আর্থ ফেস্ট। এবারের আয়োজনের ট্যাগলাইন ছিল ‘বিট প্লাস্টিক পলিউশন।’ গত ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় ফোর্থ ন্যাশনাল আর্থ ফেস্ট।