ভিকারুননিসা আর্থ ক্লাবের উদ্যোগে ‘ফোর্থ ন্যাশনাল আর্থ ফেস্ট’ অনুষ্ঠিত

ফোর্থ ন্যাশনাল আর্থ ফেস্ট
তথ্য-প্রযুক্তি
0

ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের আর্থ ক্লাব সম্প্রতি আয়োজন করেছিল ন্যাশনাল আর্থ ফেস্ট। এবারের আয়োজনের ট্যাগলাইন ছিল ‘বিট প্লাস্টিক পলিউশন।’ গত ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় ফোর্থ ন্যাশনাল আর্থ ফেস্ট।

সহশিক্ষা কার্যক্রম হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে থাকে পছন্দসই ক্লাব অ্যাক্টিভিটি। ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের আর্থ ক্লাব ও তেমনি একটি ক্লাব যাদের মূল উদ্দেশ্য পরিবেশ সংরক্ষণ ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ। সম্প্রতি এ আর্থ ক্লাবের উদ্যোগেই আয়োজিত হয়ে গেলো ফোর্থ ন্যাশনাল আর্থ ফেস্ট।

করোনা নানাভাবেই বিশ্বকে থমকে দিয়েছিল যা থেকে বাদ যায়নি শিক্ষাপ্রতিষ্ঠানটির এ আর্থ ক্লাবের কার্যক্রমও। তাই দীর্ঘ বিরতির পর এবারের আয়োজনকে সফল মনে করছেন ভিকারুন্নিসা আর্থ ক্লাবের প্রেসিডেন্ট সানজিদা আলম পৃথ্বী।

আরও পড়ুন:

আয়োজনের অংশ হিসেবে ছিল ওয়ার্কশপ, ওয়াল ম্যাগাজিন, স্ক্র্যাপ-বুক, অলিম্পিয়াড, এক্সটেম্পোর স্পিচ, রিসাইকেল রিলে রেস, ফটোগ্রাফি ও প্রজেক্ট ডিসপ্লে। ক্লাব মটো ও এবারের ট্যাগলাইনকে কেন্দ্র করেই আয়োজনের প্রতিটি সেগমেন্টই ছিল কিভাবে প্লাস্টিক প্রতিনিয়ত পৃথিবীকে দূষিত করে চলছে এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে। এ আয়োজনে ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছাড়াও দেশের নানান স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন।

পরিবেশ প্রতিনিয়ত মানুষেরই নানান কার্যক্রমে দূষিত হচ্ছে। আগামীর প্রজন্মকে কতোটা সুস্থ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ দেয়া যাবে তা নির্ধারণ করছে আজকের চিন্তা ও কার্যক্রমের ওপর। তাই শিক্ষার্থীদের পাশাপাশি সর্বসাধারণের উচিত নিজের পরিবেশ নিয়ে চিন্তা করা ও দূষণ রোধে সচেতন হওয়া।

ইএ