ইউএস ওপেনে ট্রেইলর ফ্রিতজকে হারিয়ে ১৪ বারের মতো সেমিফাইনালের টিকিট কেটেছেন নোভাক জোকোভিচ। আর্থার স্টেডিয়ামে চতুর্থ বাছাই ফ্রিতজকে ৬-৩,৭-৫,৩-৬,৬-৪ সেটে হারিয়েছেন ৭ম বাছাই জকো।