১৪ বারের মতো ইউএস ওপেনের সেমিফাইনালে নোভাক জোকোভিচ

নোভাক জোকোভিচ
অন্য সব খেলা
এখন মাঠে
0

ইউএস ওপেনে ট্রেইলর ফ্রিতজকে হারিয়ে ১৪ বারের মতো সেমিফাইনালের টিকিট কেটেছেন নোভাক জোকোভিচ। আর্থার স্টেডিয়ামে চতুর্থ বাছাই ফ্রিতজকে ৬-৩,৭-৫,৩-৬,৬-৪ সেটে হারিয়েছেন ৭ম বাছাই জকো।

দারুণ এক ম্যাচে শুরুর দুই সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছেন সার্বিয়ান তারকা জকো। তৃতীয় এদিকে সেমিফাইনালে পাঁচবারের মেজর চ্যাম্পিয়ন কার্লোস অ্যালকারাজের মুখোমুখি হবে ৩৮ বছর বয়সী এই ৭ম বাছাই।

এএইচ