লা-লিগায় দ্রুততম হ্যাটট্রিক করে ৮৪ বছরের পুরনো রেকর্ড ভাংলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আলেক্সান্ডার সরলোথ। ম্যাচের ১০ মিনিট ৪৬ সেকেন্ডের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করেছেন তিনি।