৮৪ বছরের রেকর্ড ভাঙলেন আলেক্সান্ডার সরলোথ

নরওয়েজিয়ান স্ট্রাইকার আলেক্সান্ডার সরলথ
ফুটবল
এখন মাঠে
0

লা-লিগায় দ্রুততম হ্যাটট্রিক করে ৮৪ বছরের পুরনো রেকর্ড ভাংলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আলেক্সান্ডার সরলোথ। ম্যাচের ১০ মিনিট ৪৬ সেকেন্ডের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করেছেন তিনি।

সরলোথ সময় নিয়েছেন মাত্র ৩ মিনিট ৫৭ সেকেন্ড। লা লিগায় দ্রুততম হ্যাটট্রিকের নতুন রেকর্ড এটি। আগের রেকর্ড ছিলো দু’জনের। 

৮৪ বছর আগে ১৯৪১ সালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ভ্যালেন্সিয়ার এডমুন্ডো সুয়ারেজ এবং ১৯২৯ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্পোর্টিং ক্লাব ইউরোপার বেসতিত ৭ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন। 

লা-লিগায় এক ম্যাচে অন্তুত দুইবার ৪ গোল করা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায় ও নিজের নাম তুললেন সরলোথ।

এসএইচ