কুষ্টিয়ায় জলাবদ্ধতায় ব্যাহত বিদ্যালয়ের পাঠদান, ছুটি ঘোষণা
সামান্য বৃষ্টি হলেই জলে থৈথৈ করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ। বছরের প্রায় চার মাস এ পরিস্থিতি স্থায়ী থাকে। এতে দুর্ভোগে পড়েন শিক্ষক, শিক্ষার্থী থেকে শুরু করে বিদ্যালয়ে আসা অভিভাবকরাও। জলাবদ্ধতার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় বিদ্যালয়টিতে দুই দিনের ছুটি ঘোষণা করেছে বিদ্যালয় ম্যানেজিং কমিটি।