'দ্য টাফেস্ট ম্যান অন আর্থ' খ্যাত অ্যাথলেট ডেভিড গগিনসের গল্প
'দ্য টাফেস্ট ম্যান অন আর্থ' খ্যাত অ্যাথলেট ডেভিড গগিনস। লড়াই-সংগ্রামে নিজেকে নিয়ে গেছেন ভিন্ন এক উচ্চতায়। পরিশ্রম দিয়ে অসাধ্যকে সাধন করাই ছিল তার মূল লক্ষ্য। আর তাই তো টয়লেট পরিষ্কারক থেকে বনে গিয়েছেন আয়রন ম্যান, পেয়েছেন জীবনের সর্বোচ্চ সফলতাও।