বাজেটে বাইসাইকেল আমদানিতে শুল্ক কমানোসহ ৬ দাবি
ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশের
বাজেটে বাইসাইকেল আমদানিতে শুল্ক কমানোসহ ৬ দাবি জানিয়েছে ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশ। আজ (রোববার, ১ জুন) সকালে রাজধানীর ধানমন্ডিতে বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে আয়োজিত ‘কম জায়গা, শূন্য দূষণ-বাইসাইকেল আধুনিক বাহন’ শীর্ষক র্যালি ও অবস্থান কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।