বাজেটে বাইসাইকেল আমদানিতে শুল্ক কমানোসহ ৬ দাবি

ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশের

‘কম জায়গা, শূন্য দূষণ-বাইসাইকেল আধুনিক বাহন’ শীর্ষক র‍্যালির পোস্টার
বাজেট
অর্থনীতি
0

বাজেটে বাইসাইকেল আমদানিতে শুল্ক কমানোসহ ৬ দাবি জানিয়েছে ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশ। আজ (রোববার, ১ জুন) সকালে রাজধানীর ধানমন্ডিতে বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে আয়োজিত ‘কম জায়গা, শূন্য দূষণ-বাইসাইকেল আধুনিক বাহন’ শীর্ষক র‍্যালি ও অবস্থান কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।

বক্তারা শহরজুড়ে সাইকেল লেন করে দেয়ার দাবি জানান। তারা বলেন, কিছু জায়গায় লেন থাকলেও পার্কিং করে লেনগুলো বন্ধ করে রাখা হয়।

এসময় নারীদের বাইসাইকেল ব্যবহারে আগ্রহী করতে সরকারের পদক্ষেপ নেওয়া, ঢাকা শহরসহ সারাদেশের মহানগর এলাকায় বাইসাইকেলের আলাদা লেন ও নিরাপদ পার্কিং ব্যবস্থা করার জোর দাবি জানান বাইসাইকেল ব্যবহারকারী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

এরপর সাইকেল র‍্যালি ধানমন্ডি সাত মসজিদ রোড হয়ে মানিক মিয়া এভিনিউ হয়ে আবাহনী খেলার মাঠে এসে শেষ হয়।

এসএইচ