ইউক্রেনের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়: জেলেনস্কি
ইউক্রেনের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ইমার্জেন্সি সামিটে অংশ নিয়ে তিনি আরও বলেন, শান্তি ফেরানোর নামে ইউক্রেনের জনগণের সাথে প্রতারণা করা যাবে না। এদিকে, বিবিসি'র তথ্য বলছে, যুক্তরাষ্ট্র সহযোগিতা বন্ধ করলেও যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে শান্তি ফেরাতে যুক্তরাজ্যের নেতৃত্বে জোট গঠন করতে যাচ্ছে ইউরোপের অন্তত ২০ দেশ।