রাজনৈতিক দলের সঙ্গে ইসহাক দারের বৈঠক; দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও আলোচনায় ছিল অমীমাংসিত একাত্তর
ঢাকা সফরের এসেই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করলেন পাকিস্তানের উপপ্রধান ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার। শনিবার গুলশানে পাকিস্তান দূতাবাসে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু ছাড়াও বৈঠকে উঠে আসে একাত্তরে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের প্রসঙ্গটিও। তবে বৈঠক শেষে কোনো মন্তব্য না করেই বেরিয়ে যায় বিএনপির প্রতিনিধি দল।