বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিল বেশ শীতল। ৫ আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর পাল্টে যায় পরিস্থিতি। এরই ধারাবাহিকতায় গত জুলাইয়ে ঢাকা সফর করেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। আর গেলো বুধবার আসেন বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।
সপ্তাহ না ঘুরতেই এবার ঢাকায় এলেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার দুপুরে দুই দিনের সফরে তার আগমন। এরমধ্য দিয়ে ১৩ বছর পর পাকিস্তানের কোন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করলেন। মূলত, বাংলাদেশ সরকারের আমন্ত্রণেই ঢাকা আসেন ইসহাক দার।
প্রথম দিন পাকিস্তান দূতাবাসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেন তিনি। শুরুতে সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে এনসিপির ৭ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে এনসিপি জানায়, দুই দেশের সম্পর্ক উন্নতির পাশাপাশি একাত্তরের অমীমাংসিত ইস্যু সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দুটি দেশের মধ্যে গণঅভ্যুত্থানের পরে ২৪ এর পরে বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের ফরেইন পলিসি হবে এ বিষয়ে বড় মিটিং হয়েছে। আমরা তাদের বলেছি ৭১ ইস্যুটা দ্রুত সমাধান করা উচিত। তারা বলেছে তারা অগ্রগামী এবং এটার জন্য তারা তৈরি।’
বিকেলে ইসহাক দারের সাথে বৈঠকে বসে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে অর্থবহ আলোচনা হয়েছে বলে জানায় জামায়াতে ইসলামী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘আমাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একটা আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক সম্পর্ক আরও বৃদ্ধি করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে।’
সবশেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন পাক পররাষ্ট্র মন্ত্রী। তবে বৈঠক শেষে কোন মন্তব্য না করেই বেরিয়ে যায় বিএনপির প্রতিনিধি দল।
রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী। এছাড়া সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে গুলশানে তার বাসভবনে মতবিনিময়ের কথা রয়েছে ইসহাক দারের। ঐদিন রাত দেড়টায় পাকিস্তানে উদ্দেশ্যে রওনা হবেন তিনি।