এআই ভিডিও নিয়ে যত বিভ্রান্তি: সতর্ক থাকার কৌশল
সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করতে করতে যে ভিডিওগুলো সামনে আসে, তার সবই যে বাস্তব—এমন ভরসা করার দিন শেষ। এখন এমন সব মুহূর্ত দেখা যায়, যা চোখকে চমকে দেয়, কিন্তু সত্যকে নয়। কারণ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা এআই-জেনারেটেড ভিডিও এতটাই নিখুঁত হয়ে উঠেছে যে আসল-নকল আলাদা করাই এক ধরনের চ্যালেঞ্জ। টিকটক, রিলস কিংবা ইউটিউব শর্টসে অসংখ্য ভিডিও এখন বাস্তবতার মুখোশ পরে আমাদের ফিডে জায়গা করে নিচ্ছে। তবুও সূক্ষ্ম কিছু ইঙ্গিত রয়ে যায়—যা ধরতে পারলে বোঝা যায়, পর্দার আড়ালে প্রযুক্তির কৌশলই কাজ করেছে; মানুষের ক্যামেরা নয়।