এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ: বাছাই পেরোনোর লক্ষ্য বাংলাদেশের
এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব অন্যবারের মতো শুধুই অংশগ্রহণ নয় এবার বাছাইপর্ব পেরোতেই চায় বাংলাদেশ দল। জাতীয় দলের অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে গড়া স্কোয়াডে কোচ সাইফুল বারী টিটুর অধীনে শুরু হয়েছে প্রস্তুতি। ভিয়েতনামে লড়বে ইয়েমেন, সিঙ্গাপুর আর স্বাগতিকদের সঙ্গে। এর আগে বাহরাইনে খেলবে দু’টি প্রস্তুতি ম্যাচ।