এপিআই
ওষুধ উৎপাদনে সক্ষমতা থাকলেও কাঁচামালে বিদেশ নির্ভর বাংলাদেশ

ওষুধ উৎপাদনে সক্ষমতা থাকলেও কাঁচামালে বিদেশ নির্ভর বাংলাদেশ

গত দশ মাসে দেশীয় ওষুধ কোম্পানিগুলো দাম না বাড়ালেও বিদেশ থেকে আমদানি করা ক্যান্সার, হৃদরোগ ও কিডনিসহ জটিল রোগের ওষুধের দাম বেড়েছে। দেশে মোট ওষুধের চাহিদার ৯৮ শতাংশের বেশি সরবরাহ করে স্থানীয় কোম্পানিগুলো। তবে উৎপাদনে সক্ষমতা অর্জন করলেও প্রায় ৯০ শতাংশ কাঁচামাল আমদানি করতে হয় বিদেশ থেকে। ফলে দেশীয় বাজারে ওষুধের দাম স্থিতিশীল রাখা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। একমাত্র এপিআই শিল্পপার্কে সরকারি নীতিগত সহায়তার অভাবে উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না। বিশেষজ্ঞদের মতে, ওষুধে বিদেশি নির্ভরতা কমাতে হলে দেশীয়ভাবে এপিআই উৎপাদনের বিকল্প নেই।