‘টাইফুন’ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, বিমান বাহিনী ও লিওনার্দো এসপিএ ইতালির এলওআই সই
ইতালীয় বহুজাতিক কোম্পানি ‘লিওনার্দো স্পা’র কাছ থেকে অত্যাধুনিক ‘ইউরোফাইটর টাইফুন’ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে লেটার অব ইনটেন্ট (এলওআই) সই হয়েছে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর উপস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনী এবং লিওনার্দো এসপিএ ইতালির মধ্যে এই এলওআই সই হয়।