আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন:
এতে আরও জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে এই এলওআই স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখ সারিতে যুদ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফটয়ের অংশ হিসেবে এই লেটার অব ইনটেন্ট-এর আওতায় লিওনার্দো এস. পি. এ. বাংলাদেশ বিমান বাহিনীকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান সরবরাহ করবে।





