হিলিতে সাঁওতাল পাড়ায় কারাম উৎসব পালন
দিনাজপুরের হিলিতে পূজা অর্চনা, ভক্তি প্রার্থনা ও নাচ গানের মধ্য দিয়ে কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে। এটি ক্ষুদ নৃগোষ্ঠী মানুষদের সবচেয়ে বড় উৎসব। আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) রাত ৯টায় হিলির ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সাঁওতাল অধ্যুষিত উদয়গিরি, গোহাড়া, বাগমাড়া, মালঞ্চা গ্রামে এ কারাম উৎসব পালিত হয়।