অক্টোবর থেকে জ্বালানি তেল উত্তোলন বাড়াবে ওপেকপ্লাস
অক্টোবর থেকে জ্বালানি তেল উত্তোলন বাড়াবে ওপেকপ্লাস। তবে আগের মাসের তুলনায় এ মাসে উত্তোলনের হার তুলনামূলক কম থাকবে। সম্প্রতি ওপেকপ্লাস সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।