অক্টোবর থেকে জ্বালানি তেল উত্তোলন বাড়াবে ওপেকপ্লাস

ওপেক প্লাস
আন্তর্জাতিক বাণিজ্য
0

অক্টোবর থেকে জ্বালানি তেল উত্তোলন বাড়াবে ওপেকপ্লাস। তবে আগের মাসের তুলনায় এ মাসে উত্তোলনের হার তুলনামূলক কম থাকবে। সম্প্রতি ওপেকপ্লাস সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গত এপ্রিল থেকেই ওপেকপ্লাস এর উত্তোলন কমানো সিদ্ধান্ত থেকে সরে এসেছে এবং প্রতিদিন ২৫ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। যা মোট বৈশ্বিক চাহিদা পূরণের প্রায় ২ দশমিক ৪ শতাংশ। এর পাশাপাশি জ্বালানি তেলের দাম কমানো জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্রমাগত চাপের মধ্যে বাজার হিস্যা বাড়ানোর অংশও এটি।

তবে উত্তোলন বাড়ানোর উদ্যোগ নেয়া হলেও সেটি জ্বালানি তেলের দাম কমানোর ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারে নি। যে কারণে বর্তমানে প্রতি ব্যারেল জ্বালানি তেল ৬৬ ডলারে বিক্রি হচ্ছে। রাশিয়া ও ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এ দামে বিক্রি হচ্ছে। এর মাধ্যমে অবশ্য যুক্তরাষ্ট্র জ্বালানি তেল উৎপাদনে ক্রমশ এগিয়ে যাচ্ছে।

আগস্ট মাসের মিটিংয়ে ওপেকপ্লাস সেপ্টেম্বর পর্যন্ত দৈনিক জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ ৫ লাখ ৪৭ হাজার ব্যারেল নির্ধারণ করেছিল। চলতি সপ্তাহে, রাশিয়াসহ অন্যান্য সহযোগী দেশের সঙ্গে বৈঠক করবে ওপেকপ্লাস।

এএইচ