মরক্কোর সৌর বিপ্লব: ক্লিন এনার্জির নতুন দিগন্ত নূর ওয়ারজাজাত কমপ্লেক্স
নবায়নযোগ্য শক্তির জগতে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে মরক্কো। এর সবচেয়ে বড় উদাহরণ হলো দেশটির নূর ওয়ারজাজাত সৌর বিদ্যুৎ কমপ্লেক্স, যা বিশ্বের অন্যতম বৃহত্তম কন্সান্ট্রেটেড সোলার পাওয়ার কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। এ মেগা প্রকল্প মরক্কোকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালনে সহায়তা করছে।