নূর ওয়ারজাজাত প্রকল্পটি বিশ্বব্যাংক, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ইউরোপীয় আর্থিক সংস্থাগুলোর যৌথ সহযোগিতায় নির্মিত হয়েছে। এটি প্রমাণ করে যে, সঠিক পরিকল্পনা ও বিনিয়োগের মাধ্যমে একটি দেশ কীভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে।
কন্সান্ট্রেটেড সোলার পাওয়ার প্রযুক্তি: নূর ওয়ারজাজাত কমপ্লেক্সে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক কন্সান্ট্রেটেড সোলার পাওয়ার প্রযুক্তি। এ পদ্ধতিতে বড় বড় আয়না ব্যবহার করে সূর্যের আলোকে একটি নির্দিষ্ট নলের ওপর কেন্দ্রীভূত করা হয়, যেখানে তাপ শোষণকারী সিনথেটিক অয়েল থাকে।
এ অয়েল উত্তপ্ত হয়ে বাষ্প তৈরি করে, যা টার্বাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। এ প্রযুক্তির একটি বিশেষ সুবিধা হলো, উৎপাদিত তাপকে দিনের বেলায় সংরক্ষণ করে রাখা যায়, যার ফলে সূর্যাস্তের পরেও বা রাতেও বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়। এটি প্রচলিত ফটোভোল্টাইক প্যানেলের চেয়ে ভিন্ন এবং আরও কার্যকর।
আরও পড়ুন:
আয়তন ও উৎপাদন ক্ষমতা: মরক্কোর সাহারা মরুভূমির প্রান্তে অবস্থিত এ কমপ্লেক্সটি প্রায় ৩ হাজার হেক্টর বা ৩ হাজার ৫০০ ফুটবল মাঠের সমান জায়গা জুড়ে বিস্তৃত। সম্পূর্ণ হলে এর মোট উৎপাদন ক্ষমতা হবে প্রায় ৫৮০ মেগাওয়াট, যা ১০ লাখেরও বেশি মরক্কান পরিবারের বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম। এর ফলে দেশটিতে বছরে প্রায় ৭ লাখ ৬০ হাজার টন কার্বন নিঃসরণ হ্রাস পাবে।
৪টি অংশের বহুমুখী ব্যবহার: নূর ওয়ারজাজাত সোলার পাওয়ার কমপ্লেক্সের চারটি প্রধান অংশ হলো - নূর ১, নূর ২, নূর ৩ এবং নূর ৪। এর মধ্যে নূর ১ ও নূর ২-তে প্যারাবলিক ট্রাফ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেখানে নূর ৩-এ ব্যবহৃত হয়েছে সেন্ট্রাল টাওয়ার সিস্টেম। এ ভিন্ন ভিন্ন প্রযুক্তির সমন্বয় এটিকে বিশ্বের একটি অনন্য সৌর বিদ্যুৎ কেন্দ্রে পরিণত করেছে।
অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব: এ বিশাল প্রকল্পটি শুধু বিদ্যুৎ উৎপাদনই করছে না, বরং মরক্কোকে একটি ক্লিন এনার্জি হাব হিসেবেও প্রতিষ্ঠিত করছে। এর মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা বাড়ছে এবং বিদেশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমছে। মরক্কো সরকার ইউরোপের দেশগুলোতে নবায়নযোগ্য শক্তি রপ্তানির পরিকল্পনাও করছে।
স্পেনের সঙ্গে একটি এবং যুক্তরাজ্যের সঙ্গে একটি নতুন বিদ্যুতের তার সংযোগের কাজও এরই মধ্যে শুরু হয়েছে। এ প্রকল্পে প্রায় ৪ হাজার মরক্কোর মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা স্থানীয় অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।