রোহিঙ্গা ক্যাম্পের চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল দাবিতে মহাসড়ক অবরোধ
রোহিঙ্গা ক্যাম্পের চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহালের দাবিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কোর্টবাজার এলাকায় আবারও সড়ক অবরোধ করেছেন শিক্ষকরা। আজ (সোমবার, ১৮ আগস্ট) সকালে শুরু হওয়া এ অবরোধ কর্মসূচি দাবি পূরণ না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। অবরোধের কারণে সড়কের দু’পাশে যানবাহন আটকা পড়েছে। যানজটে আটকা পড়ে অনেক যাত্রী বাধ্য হয়ে হেঁটে তাদের গন্তব্যে যেতে হচ্ছে।