সকালে মহাসড়কের কোর্টবাজার এলাকায় ব্যারিকেড বসিয়ে অবরোধ শুরু করেন শিক্ষক ও স্থানীয়রা। তাদের অভিযোগ, রোহিঙ্গা শিবিরের স্কুলগুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করলেও হঠাৎ করে অনেককে ছাঁটাই করা হয়েছে।
আরও পড়ুন:
শিক্ষকরা জানান, বারবার আশ্বাস দিলেও তাদের চাকরিতে পুনর্বহাল করা হয়নি। এতে তারা জীবিকা হারানোর পাশাপাশি শিক্ষার পরিবেশও বিপন্ন হচ্ছে।
অবরোধকারীদের দাবি, যাদের ছাঁটাই করা হয়েছে, তাদের অবিলম্বে পুনর্বহাল করতে হবে। তা না হলে সড়ক অবরোধ আরও কঠোর করা হবে।