ট্রাম্পের অভিবাসন নীতি: বাড়বে নিরাপত্তা কমবে অপরাধের হার
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি ব্যাপক সমালোচনা কুড়ালেও এর কিছু সুফলও রয়েছে। ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে ১ কোটির বেশি অবৈধ অভিবাসীকে বিতাড়িত করা হবে। এতে অপরাধ কমার পাশাপাশি দেশটিতে মার্কিনসহ সব অভিবাসীদের নিরাপত্তা বাড়বে বলে মনে করছে ট্রাম্প প্রশাসন।