আমিরাতে প্রবাসীদের পাসপোর্ট-কনস্যুলার সেবায় দুই প্রতিষ্ঠান, কমেছে ভোগান্তি
সংযুক্ত আরব আমিরাতে থাকা প্রায় ১২ লাখ প্রবাসীর সেবায় কাজ করছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনস্যুলেট। তবে সময়, জায়গা ও জনবল সংকটে সেবা নিতে বেগ পেতে হয়। এ অবস্থায় দেশটির বিভিন্ন প্রদেশে ছুটির দিনে কনস্যুলার আউটরিচ ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ মিশন দু'টি। এতে প্রবাসীদের ভোগান্তি কমার পাশাপাশি নিশ্চিত হচ্ছে কনস্যুলার সেবা।