নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আ.লীগের হামলা-ভাঙচুর
নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কনস্যুলেটে মতবিনিময় সভা শুরু হওয়ার আগে এ হামলা ঘটে। হামলাকারীরা কনস্যুলেটের প্রধান প্রবেশদ্বারের গ্লাস ভেঙে ও প্রবাসীদের লক্ষ্য করে ডিম ছোড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ ইয়র্ক পুলিশ, যারা হামলাকারীদের ছত্রভঙ্গ করে। একজনকে আটক করা হলেও পরে ছেড়ে দেয়া হয়।