হামলার সময় নিরাপদে ছিলেন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলম জানান, দূতাবাস ভাঙার বিষয়টি ফরেন মিনিস্ট্রি দেখবে। এটি আইনগত একটি বিষয় এবং আইনের মাধ্যমে সমাধান হবে।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম গোলাম মোর্তজা বলেন, ‘ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের বাইরে শেখ হাসিনার দলের সদস্যরা ভাঙচুর করে আনন্দ প্রকাশ করছে।’
তিনি বলেন, ‘তারা এসব কাজ করে যদি মনে করে তারা আনন্দিত হচ্ছেন, তাহলে ঠিক আছে। তাদের আনন্দ প্রকাশের একটি সুযোগ দেয়া হলো।’
হামলার সময় নিউ ইয়র্কের ব্যস্ত সড়কে আতঙ্ক ছড়ায়। অনেক সাধারণ পথচারী ও স্থানীয়রা ভয়ে এলাকা ছেড়ে চলে যেতে দেখা গেছে।